প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগ। রবিবার সকালে বাঘারপাড়া ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাঘারপাড়া বাজার,দোহাকুলা বাজার, ডিগ্রী কলেজ রোড ও বাঘারপাড়া চৌরাস্তা মোড় প্রদক্ষিন করে মিছিলটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী, বাঘারপাড়া ছাত্রলীগের সভাপতি সহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মীরা।
ছাত্রলীগের সভাপতি বায়েজিত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখনই একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা। ছাত্রলীগ মাঠে থাকতে তাদের অসৎ উদ্দেশ্য সফল হবে না। বাংলাদেশের এই অর্জনকে নস্যাৎ ও উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধিকে ধ্বংস করার লক্ষ্যে স্বাধীনতাবিরোধী এবং দেশ, জাতি ও রাষ্ট্রবিরোধী চক্র বিএনপি–জামায়াত জোট প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে বারবার।