দীর্ঘদিন যাবৎ স্বাধীন ভাবে সরকারী অফিস করছেন যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের সচীব ওবাইদুর রহমান । এতে করে ইউনিয়নের শত শত মানুষ বঞ্চিত হচ্ছে হচ্ছে নাগরিক সেবা থেকে।। বিগত কয়েক সপ্তাহ ধরে অসুস্থ্যতার দোহায় দিয়ে অত্র পরিষদের সচীব ওবাইদুর রহমান বাড়িতে অবস্থান করছেন। সচীবকে মুঠোফোনে যোগাযোগ করে পাচ্ছেনা বলে জানান ইউনিয়নে আশা সেবা গ্রহীতারা। এ বিষয়ে জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত গনমাধ্যমকে জানান, সচীব ওবাইদুর রহমান গত ইং ২২ এপ্রিল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কোন অফিস করেনি। গত ইং ১৫ মে থেকে ৩১ মে ইং তরিখ পর্যন্ত অসুস্থ্যতার কারনে ছুটি নিলেও এখনো পর্যন্ত পরিষদে এসে অফিস করেনি এতে করে আমার অফিসিয়াল সকল কাজে চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নতুন জন্ম নিবন্ধন, জন্ম নিবন্ধন সংশোধন থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ন সকল মিটিং চিঠি অভিযোগ সচীবের কাছে আসে সচীব না থাকায় এই সকল কাজ গুলো করতে পারছিনা। তবে তার এই বিষয়টি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবো যাতে ব্যবস্থা গ্রহন করেন।