বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সঙ্গে গত ২৭ মে ফের বিয়ের পিঁড়িতে বসেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। এই খবর নায়িকা জানিয়েছেন দুই মাস পর। তবে পূর্ণিমার বিয়ের খবর আগে থেকেই জানেন বলে জানিয়েছেন পূর্ণিমার প্রথম স্বামী আহমেদ জামাল ফাহাদ। সেইসঙ্গে পূর্ণিমাকে শুভকামনাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে গণমাধ্যমে বিয়ের খবর প্রকাশের পরই তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে ‘শুভকামনা’ জানান।
গণমাধ্যমকে বিয়ের খবর নিশ্চিত করে পূর্ণিমা বলেন, কাজের সূত্রেই রবিনের সঙ্গে পরিচয়। তিন বছরের পরিচয় থেকেই বন্ধুত্ব, এরপর মন দেওয়া-নেওয়া।
বিয়ের পর পূর্ণিমাসহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। তাদের কেউ কেউ কোভিড পজিটিভ ছিলেন। যে কারণে বিয়ের খবর জানাতে দেরি হয়েছে। চলতি বছরের শেষ দিকে পূর্ণিমা-রবিনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আহমেদ ফাহাদ জামাল জানান, খবরটি আমিও শুনেছি। দয়া করে আমাকে এসএমএস ও কল করা বন্ধ করুন। মানুষের জীবনে এসব ভালো জিনিস ঘটে। আমার সঙ্গে খবর শেয়ার করার দরকার নেই। তার (পূর্ণিমা) জন্য শুভকামনা। আমার মেয়ের জন্য দোয়া করবেন।
উল্লেখ্য, গত ২৭ মে দুই পরিবারের সম্মতিতে পূর্ণিমা-রবিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও, এতদিন সেটি গোপন ছিলো। বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।