ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘদিন ধরে দাপটের সঙ্গে বাংলা সিনেমায় অভিনয় করছেন তিনি। অভিনয়ের পর প্রযোজনায় নাম লিখিয়েছেন এই অভিনেত্রী। ২০২১-২২ অর্থবছরে সিনেমা নির্মাণে পেয়েছেন সরকারি অনুদান। সম্প্রতি অনুদানের চেক বুঝে পেয়েছেন অপু। ‘লাল শাড়ি’ নামে সিনেমাটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে বলে জানান অপু বিশ্বাস। সব কিছু ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে তার।
প্রযোজনা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন জানিয়ে অপু বিশ্বাস বলেন, এতদিন অভিনেত্রী হিসেবে কাজ করেছি। এবার প্রযোজনা করছি। চলচ্চিত্র নির্মাণে সরকার যে টাকা দিয়েছে তা দিয়ে দেশকে জনগণের সামনে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে চাই। এটি হচ্ছে আমার জন্য বিশাল এক চ্যালেঞ্জ। কাজের মাধ্যমেই সেই চ্যালেঞ্জে জয়ী হতে চাই।
নতুন খবর হলো, শাকিব খানের বিয়েতে মহাআনন্দ করবেন অপু বিশ্বাস ও তার পুত্র আব্রাম খান জয়।
এ বিষয়ে জানতে চাইলে অপু বলেন, আমি জানি না কেন এমন খবর ছড়ানো হচ্ছে। এমন কোনো কথাই বলিনি। এ বিষয়ে কথা বলতে চাই না দেখে কোনো প্রতিবাদ করতে চাচ্ছি না।
নিজের বিয়ের কথা জিজ্ঞেস করতেই তিনি বলেন, ‘অভিনয়, প্রযোজনা নিয়ে বর্তমানে অনেক ব্যস্ত সময় পার করছি। এ বিষয়ে ভাবার মতো সময় এখন নেই।’
২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। বিয়ের খবর গোপন রেখেছিলেন তারা। ২০১৬ সালে তাদের ঘরে আসে সন্তান আব্রাম খান জয়। দীর্ঘদিন গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল ছেলে জয়কে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে সবকিছু প্রকাশ করেন অপু বিশ্বাস। এ ঘটনায় শাকিব খান প্রথমে ক্ষুব্ধ হলেও পরে সব স্বীকার করেন। এরপর ২০১৮ সালে ভেঙে যায় তাদের সংসার। এরপর থেকে দুজনেই একা আছেন।