উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত বাঘারপাড়া সিদ্দিকীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ম্যাানেজিং কমিটি গঠন নিয়ে আবারো সংকটে পড়েছে প্রতিষ্ঠানটি। ম্যানেজিং কমিটি গঠনে বার বার অনিয়ম আর সেচ্ছাচারিতায় স্থানীয় অভিভাবকরা কয়েক দফায় মামলা করেছেন। যে কারণে দীর্ঘদিন ধরে ্ও প্রতিষ্ঠানে কোন নিয়মিত ম্যানেজিং কমিটি নেই। সর্বশেষ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে গতকাল বুধাবার (০৭/০৯/২০২২) অভিভাবক সদস্য পদে নির্বাচনের দিন নির্ধারিত ছিলো। গত সোমবার এ বিষয়ে আদালতে মামলা হওয়ায় সে কার্যক্রম স্থগিত হয়েছে। রুহুল কুদ্দুস নামে এক অভিভাবক এ মামলাটি করেছেন।
বিভিন্ন সূত্রে জানাগেছে, বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রসায় অধ্যক্ষ পদ সহ মোট চারটি পদে নিয়োগ রয়েছে। চারটি পদে প্রায় কোটি টাকার নিয়োগ বানিজ্য নিয়ে স্থানীয় ক্ষমতাশীন দল দুই ভাগে ভিবক্ত হয়েছে। যে কারণে কমিটি গঠন নিয়ে আদালতে বার বার মামলা হচ্ছে। এর আগে শরাফত উদ্দীন নামে আরেক অভিভাবক মামলা করেন। তিনি মামলা তুলে নেওয়ার কারণে পূনরায় কমিটি গঠনের প্রকৃয়া শুরু হয়। সর্বশেষ মামলার বাদি রুহুল কুদ্দুস আদালতে দাখিলকৃত আরজিতে উল্লেখ করেছেন, কোন নিয়ম নীতির তোয়ক্কা না করেই ক্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। নিয়ম না মেনে দুই দফায় দাতা সদস্য নেওয়া হয়েছে। আরবি বিশ^ বিদ্যালয়ের বিধি বিধান না মেনেই তফসিল ঘোষনা করা হয়েছে। মাদ্রাসার এডহক কমিটির সভাপতিকেই নির্বাচনের পিজাইডিং অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। যশোর জেলা প্রশাসকের সহকারি কমিশনার শিক্ষা ও কল্যাণ শাখার নিয়োগ প্রাপ্ত হয়ে মাদ্রাসার অধ্যক্ষ তপসিল ঘোষনা করার প্রচার দিলেও প্রকৃত পক্ষে তিনি সেখান থেকে কোন অনুমতি নেননি। এমন কি তিনি বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসারকেও বিষয়টি অফিসিয়ালি জানাননি। রুহুল কুদ্দুস তার আরজিতে দাবি করেছেন, গোপনে অযোগ্যদের দিয়ে একটি কমিটি গঠন করে উক্ত পদে লোক দিয়ে কোটি টাকার বানিজ্য করবে। গত সোমবার তিনি বিজ্ঞ বাঘারপাড়া সহকারী জজ আদালতে মামলাটি করেন। মামলায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন ও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আজগর আলীকে বিবাদী করা হয়েছে।
বিজ্ঞ আদালত নির্বাচী প্রকৃয়ায় কেন নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হবে না মর্মে সাত দিনের মধ্যে জবাব চেয়ে বিবাদি দুইজনকে কারণ দর্শনোর নোটিশ দিয়েছে।
এ বিষয়ে মাদ্রসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিনের সঙ্গে বার বার যোগাযোগ করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে মাদ্রাসার এডহক কমিটির সভাপতি আজগর আলী জানিয়েছেন, আদালত কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। সময়মত তার জবাব দেওয়া হবে। আমরা কেউই আইনের উর্ধ্বে না। আদালত যে সিদ্ধান্ত দেবে আমাদের সেটাই করতে হবে।