যশোর জেলা পরিষদের সদস্য পদের নির্বাচন নিয়ে
বাঘারপাড়ায় উপজেলা আওয়ামীলীগের একাংশ আলোচনা সভা করেছে। গতকাল দুপুরে বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার মূল এজেন্ডা
ছিলো জেলা পরিষদের নির্বাচনে একক প্রার্থী বাছাই করা। একাধিক সূত্র জানিয়েছেন, বাঘারপাড়ায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলী সমর্থিত অংশ থেকে দুইজন যশোর জেলা পরিষদের সদস্য পদে মনোনয়ন পত্র সংগহ্র করেন। দুইজনের একজন হচ্ছেন বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ইউনুচ আলী শেখ, অপরজন হচ্ছে সাবেক ছাত্র নেতা ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এনায়েত হোসেন লিটন। এতে গ্রুপের মধ্যে খানিকটা অর্ন্তদ্বন্দের সৃষ্ঠি হয়। বিষয়টি মিমাংসার জন্য গতকাল এ গ্রুপের র্শীষ
নেতারা এক বৈঠকে বসেন। বৈঠকে শেষে গ্রুপ নেতারা একক প্রার্থী হিসাবে ইউনুচ আলী শেখের নাম ঘোষনা করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাসান আলী, সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা
সোলাইমান হোসেন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, প্রবীন আওয়ামীলীগ নেতা আবু বক্কর শিকদার, যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিয়র বিপুল ফারাজি, প্রভাষক নজরুল ইসলাম প্রমুখ।