দেশের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগের সংক্রমণ পরীক্ষার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, ডেঙ্গুর সুচিকিৎসা নিশ্চিতে সারাদেশের সরকারি হাসপাতালগুলোকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার নির্দেশনা দেয়া হয়েছে বলে । এরই মধ্যে অনেক হাসপাতাল এ নির্দেশনা ব্যস্তবায়ন করেছে।
ডেঙ্গু পরিস্থিতি কবে নিয়ন্ত্রণে আসবে, তা কীটতত্ত্ববিদরা ভালো বলতে পারবেন উল্লেখ করে স্বাস্থ্যের ডিজি বলেন, ডেঙ্গুর চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের কোনো ঘাটতি নেই। উপজেলা-জেলা পর্যায়েও চিকিৎসার ব্যবস্থা রয়েছে। উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় সরকার ও স্বাস্থ্য অধিদপ্তর একসঙ্গে কাজ করছে।
প্রাথমিক পর্যায়ে ডেঙ্গু শনাক্ত না হওয়ায় এবং হাসপাতালে দেরিতে আসায় ডেঙ্গুতে মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে মন্তব্য করেন এই চিকিৎসক।