নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি:সরাসরি ভোটে পিরোজপুর জেলা নাজিরপুর উপজেলা ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে। বৃহস্পতিবার অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে এ নির্বাচন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে বৃহস্পতিবার উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৯
জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে ৪ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে মো.ওবায়দুল্লাহ ১৬০ ভোট পেয়ে প্রথম হন। মোঃ জিয়াউল হক ১৪৭ ভোট পেয়ে দ্বিতীয় হন। গোলাম মোস্তফা ১২৫ ভোট পেয়ে তৃতীয় ও তারিকুল ইসলাম ১০০ ভোট পেয়ে চতুর্থ হন।
উল্লেখ্য, মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা ৪১৭। কাস্ট হয়েছে ২৭১ ভোট।
নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুমন বিশ্বাস। উপস্থিত ছিলেন- মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নাজমুল হুদা স্বপন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহমেদ, বৈঠাকাটা তদন্ত কেন্দ্রে ইনচার্জ আউয়াল কবির নেতৃত্বে পুলিশের একটি দল।