বৃহস্পতিবার (৪ঠা মে) যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্যা নামক স্থানে অবস্থানরত নির্মানাধীন পদ্মা সেতুর সংযোগ রেললাইনের জামদিয়া রেল জংশন পরিদর্শনে আসেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান, বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন।
এছাড়াও বিভাগীয় কমিশনারকে স্বাগত জানান , যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ও গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ডা: নিকুঞ্জ বিহারী গোলদার,সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, এসময় আরো উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সদস্য আব্দুর রউফ মোল্যা, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, ধলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম রবি সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।