‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাঘারপাড়ায় ভূমি সেবা সপ্তাহ-২০২৩ (২২-২৮ মে ) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বাঘারপাড়া ভূমি অফিসের আয়োজনে র্যালী ,সেবা সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা, ই-নামজারী, খাজনা প্রদানসহ ভূমি বিষয়ক বিভিন্ন সেবা প্রদান, স্মার্ট ভূমি সেবার বিষয়ে প্রচারণামূলক সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাঘারপাড়া উপজেলা ভূমি অফিস কার্যালয় চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।
এ উপলক্ষ্যে একটি র্যালী বাঘারপাড়া উপজেলা সদরের ভূমি অফিস চত্বর থেকে শুরু হয়ে দোহাকুলা,বাঘারপাড়া বাজার হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। বাঘারপাড়া ভূমি অফিসের আয়োজনে বাঘারপাড়ার সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, দরাজহাট ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, নারিকেল বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবলু শাহ, জামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত, ধলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি সহ সকল ইউলনয়ন ভূমি কর্মকর্তাগণ।
Leave a Reply