বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন । আবহমানকাল ধরে সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এখানে ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। এ প্রশ্নে সরকারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
শনিবার রাজধানীর কাকরাইলে বাংলাদেশে রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান চার্চ পরিদর্শন করেন।
চার্চের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে বাংলাদেশে নিযুক্ত ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান কার্ডিনাল প্যাট্রিক রোজারিওর সঙ্গে এক বৈঠকে মিলিত হন মেনন। তিনি কার্ডিনাল প্যাট্রিক রোজারিওকে বাংলাদেশে স্বাগত জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করেন।
বৈঠকে বাংলাদেশে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান পদকে কার্ডিনাল পদে উন্নীত করায় ভ্যাটিকান সিটির প্রতি ধন্যবাদ জানান।
মন্ত্রী বলেন, চার্চ প্রধান বাংলাদেশে তাঁদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করে ঐতিহ্যবাহী নটরডেম কলেজ ও হলিক্রস কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যা তুলে ধরেন। মন্ত্রী সমস্যা সমাধানে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
প্রসঙ্গত, কাকরাইলস্থ রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান চার্চটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের নির্বাচনী এলাকার (ঢাকা-৮) অন্তর্ভুক্ত।