বিনোদন রিপোর্টার ঢাকা:
সম্প্রতি মানিকগঞ্জের শরিষা খেতে রোমান্সে মেতে উঠেছিলেন জনপ্রিয় অভিনেত্রী প্রভা ও সজল। ‘প্রত্ননারী’ নামে একটি নাটকের জন্য রোমান্টিক দৃশ্যে অভিনয় করেন তারা। ভালোবাসা দিবস উপলক্ষে ‘প্রত্ননারী’ নাটকটি নির্মিত হচ্ছে। এর কাহিনি-সংলাপ-চিত্রনাট্য রচনা করেছেন মুরাদ পারভেজ।
পরিচালনা করেছেন এস এম এ পারভেজ। সজল-প্রভা ছাড়াও এতে অভিনয় করেছেন সঞ্চিতা দত্ত, সিয়াম, তাসনিম তাসফি, আলামিন, কামরুল প্রমুখ।এর আগেও মুরাদ পারভেজের পরিচালনায় কাজ করেছি। তার পরিচালনায় কাজ করে বেশ ভালো লেগেছে। এ নাটকের গল্পটি বেশ ভালো। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।
পরিচালক পারভেজ বলেন, ‘এই নাটকে সবাই বেশ ভালো অভিনয় করেছেন। নাটকের শুটিংয়ের কাজ মানিকগঞ্জ জমিদার বাড়ি ও বেতিলাতে শেষ করেছি। নাটকটি খুব শিগগির বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রচার হবে।