
যশোরের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করতে যাচ্ছেন প্রলয় কুমার জোয়ারদার। নরসিংদী থেকে তাকে যশোরে বদলি করা হয়েছে। অপরদিকে যশোরের পুলিশ সুপার মো. আশরাফ হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।তিনি ২৪তম বিসিএসের মাধ্যমে ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। কর্মজীবনে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার,পুলিশ সদর দফতর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন,ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল এ্যাকশন গ্রুপ সিটিটিসির উপ-পুলিশ কমিশনার এবং সর্বশেষ নরসিংদীতে পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন।
২১ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যার স্বারক সনং-৪৪.০০.০০০০.০৯৪.১৯.০৩৬.২০.০৪৪।