যশোর প্রতিনিধি :‘বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ এ শ্লোগানকে সামনে রেখে যশোরে ২ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ উদযাপন উপলক্ষে শনিবার উন্নয়ন মেলা শুরু হয়। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর নির্মিত তথ্য চিত্র ও ভিডিও চিত্র প্রদর্শনী, স্থানীয় বিভিন্ন উন্নয়নের চিত্র ও ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ‘রূপকল্প ও ২০৪১: উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ’ বিষয়ের উপর সেমিনার, শিক্ষার্থী ও তরুণদের জন্য উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিত বক্তৃতাসহ নানা আয়োজন। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর -৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না। এদেশের মানুষ ফিরে পেতো না তাদের বেঁচে থাকার অধিকার। পাকিস্তানী আমলে পূর্ব পাকিস্তানে অনেক নেতা ছিলো, তারা নিজেদের স্বার্থের কারণে বাংলার মানুষের অধিকারের কথা ভাবেননি। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষকে ঐক্যবন্ধ করেছেন বলে বলে তারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। দেশে ভবিষ্যতে অনেক মন্ত্রী, রাষ্ট্রপতি হওয়া যাবে কিন্তু বঙ্গবন্ধু হওয়া যাবে না। যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন, সদর উপজেলা চেয়ারম্যান নুর জাহান ইসলাম নীরা। এ সময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, কৃষি বিভাগের উপউপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবিব পারভেজ।
এর আগে কালেক্টরেট চত্বর থেকে শহরে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বকুলতলা, মুজিব সড়ক হয়ে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর সদর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খানের যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সালাউদ্দীন শিকদার, যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, বিভিন্ন দফতর কর্মকর্তা কর্মচারীরা র্যালিতে অংশ নেয়। সেই সাথে টাউন হল মাঠে মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ৭০ টি স্টল স্থান পেয়েছে। স্টল গুলোর মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়।
মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্টলে শস্যদানা দিয়ে তৈরী মুজি্ব শতবর্ষ লগো উপস্থিত সকলের নজর কাড়ে। জানা যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় উপ- পরিচালক কৃষিবিদ বাদল বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে বাঘারপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমিনের সহযোগিতায় বাঘারপাড়া উপ-সহকারি কৃষিকর্মকর্তা মিল্টন বৈরাগী,উপ-সহকারি কৃষিকর্মকর্তা পলাশ দাশের নিরলস পরিশ্রম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানাতে শস্য দানার মুজিব শতবর্ষ স্মরণীয় করতে এমন ব্যতিক্রম উদ্যেগ।
Leave a Reply