ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃকরোনা সংক্রমণ প্রতিরোধে জনসচেতনা সৃষ্টির লক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ হাজার মাস্ক বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (শিবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ বাজার, শেখটোলা মোড়, একাডেমি মোড়, কোর্টবাজারসহ বিভিন্ন এলাকায় পথচারী ও যাত্রীদের মাঝে এ মাস্ক বিতরণ করেন।
মাস্ক বিতরণকালে তিনি বলেন, করোনা সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে চলাফেরা করার আহবান জানান তিনি।
তিনি আরও বলেন, আমরা সবাই যদি সচেতন হই, আর যার যার অবস্থান থেকে অন্যকে সচেতন করি তাহলে যেকোনো মহামারি থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করা সম্ভব। করোনা সংক্রমণ মোকাবেলায় সরকারি নির্দেশনা মানতে সকলের প্রতি আহবান জানান। ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান তিনি।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, কৃষকলীগ নেতা জাহাঙ্গীর আলম, খাইরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সেরফান আলী ও কামরুল আহসান আপেলসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply