বাঘারপাড়া প্রতিনিধিঃ যশোরের বাঘারপাড়ায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা চত্বরে এ ফ্রী ক্যাম্পিংয়ের আয়োজন করে “বাঘারপাড়া ব্লাড ব্যাংক”। এসময় ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ হাসিবুল ইসলাম সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এ ক্যাম্পিং করা হয়। প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ হাসিবুল ইসলাম বলেন, ‘মানুষের মুমূর্ষু সময়ে রক্তের জোগাড় করে দেয় সংগঠনটি। তারই ধারাবাহিকতায় আজকের বিশেষ দিনে আমাদের এই আয়োজন।