মোবাইল ফোন না পেয়ে আত্মহত্যা করেছে বাঘারপাড়ার এক অভিমানি মাদ্রাসা শিক্ষার্থী। তার নাম তিশা (১৪)। সে বাঘারপাড়া মহিলা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থী। গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে সে গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তিশা দোহাকুলা গ্রামের আলমঙ্গীর হোসেনের মেয়ে। চার ভাই বোনের মধ্যে তিশা সবার ছোট।
তিশার পরিবার সূত্রে জানাগেছে, বেশ কয়েকদিন ধরে সে একটি মোবাইল ফোনের জন্য বাহানা ধরে। তিশার পিতা আলমঙ্গীর হোসেন বাজারে মৌসুমী ফল বিক্রী করে সংসার চালান। যে সংসারে নুন আনতে পানতা ফুরায়, সেই সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তির পক্ষে আদরের ছোট মেয়েকে মোবাইল ফোন কিনে দেয়া অসম্ভব ছিলো। নানাভাবে সে মেয়ে বুঝাতে ব্যার্থ হয়েছে। এ কারণে তিশা অভিমান করেই আত্মহত্যা করেছে। ঘটনার পরপরই তিশাকে বাঘারপাড়া উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্্ের নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
Leave a Reply