শুক্রবার দিন ব্যাপী বাঘারপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যশোর মেডিকেল কলেজের গাইনী বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার এ ক্যাম্পে রোগী দেখেন। বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যার সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ ক্যাম্পাসে এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। সকাল দশটায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারি। অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার সন্ধ্যা পর্যন্ত শতাধিক রোগি দেখে তাদের ব্যবস্থা পত্র ও রোগীদের তিনি বিনা মুল্য ঔষধ প্রদান করেন। দোহাকুলা গ্রামের শামিম হোসেনের স্ত্রীর রুপা বেগম,সালেহা খাতুন,তাসলিমা খাতুন, সহ আগত অনেক রোগী সন্তোষ প্রকাশ করে বলেন, এত বড় একজন ডাক্তার আমাদের ফ্রি চিকিৎসা ও ঔষধ দিলেন তাতে আমরা খুব খুশিঁ। এক প্রতিক্রিয়ায় ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার বলেন, এতোদিন সরকারী দায়িত্ব পালন করেছি এখন আমার নিজের থেকে ইচ্ছা পোষন করেছি এখন থেকে আমার বাঘারপাড়ার সাধারন মানুষের জন্য প্রতিমাসে একবার এ ফ্রি মেডিকেল ক্যাম্প চলমান থাকবে। বাঘারপাড়ার মানুষের জন্য আমারও দায়বদ্ধতা আছে।
Leave a Reply