ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মমরেজ আলীকে (৪০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার দুপুরে সেলিমাবাদ বেকিমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি কানসাট ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য ও সেলিমাবাদ এলাকার বাসিন্দা। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৫ জুন) দুপুরে কানসাট ইউনিয়নের সেলিমাবাদ বেকিমোড় এলাকায় অভিযান চালিয়ে ইউপি সদস্য মমরেজকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি চেকের মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরেই তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply