ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক মো: নুরে ইসলাম মিলনকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেছেন সত্যের জয় সামাজিক সংগঠন। আজ শনিবার (১৮ জুন) বিকেলে শিরোইল বাস টার্মিনাল রোড দোশর মন্ডলের মোড়ে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় (অস্থায়ী) কার্যালয়ে সংগঠনের নেতাকর্মীরা সাংবাদিক মিলনকে এই সন্মাননা ক্রেস্ট প্রদান করেন। সন্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাজশাহী জেলা ব্যাডমিন্টন সমিতির সম্পাদক আরিফুল আনাম, সত্যের জয় সামাজিক সংগঠনের সভাপতি মো: সালাউদ্দিন খান সোহাগ, সাধারণ সম্পাদক মো: নাঈম হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: মোজাম্মেল হোসেন বাবু। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশন রাসিক এর ১০ নং ওয়ার্ডের সমাজ সেবক মো: টনি, সাংগঠনিক সম্পাদক বাসিরুল ইসলাম বনি, মহিলা বিষয়ক সম্পাদক আখি, উপ মহিলা বিষয়ক সম্পাদক মোসা: কানিজ ফাতেমা রোজা, সদস্য মোসা: সাদেকা পারভিন, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক এহেসান হাবীব তারা,সদস্য সোহেল রানা,মারুফ হোসেন,বাবু, রওনক প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক মো: নুরে ইসলাম মিলন সত্যের জয় সামাজিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
Leave a Reply