রবিবার (২০ জুন) সকাল ১০টায় লাবসা ও কুশখালি ইউনিয়ান পরিষদে প্রগতির উদ্দোগে ভিজিডি কর্মসূচি আওতায় সুফল ভোগিদের নিয়ে ভিজিডি প্রশিক্ষন কার্ষক্রম আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষন কাযক্রমে লাবসা ইউনিয়ন প্রতিনিধি ও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সচিব মোঃ মতিউর রহমান, ট্যাগ অফিসার অমল কুমার মন্ডল ও ওয়ার্ড মেম্বরগন এবং কুশখালি ইউনিয়ান প্রতিনিধি ও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সচিব জনাব মো: তবিবুর রহমান ও ওয়ার্ড মেম্বরগণ । উক্ত সার্বিক ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করেন যথাক্রমে প্রগতি’র সমন্বয়কারী ও প্রশিক্ষক সুপ্রকাশদে, ও প্রশিক্ষক মো: মাসুদ হাসান প্রমুখ ।
Leave a Reply