শামীম হাসান, নাজিরপুর, পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলার নাজিররপুর উপজেলায় দেশব্যপী ছিন্নমূল পরিবারের মাঝে পুলিশের ঘর বিতরনের অংশ হিসেবে নাজিরপুরের ৫নং শাঁখারীকাঠী ইউনিয়নের দীর্ঘা মাঝগ্রামে কালীগঙ্গা নদীর তীরে অত্যান্ত মনোরম পরিবেশে উপজেলা সদর বাজারের ঝাড়–দার অসহায়, দুস্থ ছিন্নমূল হাসিনা বেগম (৪০) এর জন্য টিন সেড পাঁকা বাড়ী নির্মান করেছেন নাজিরপুর উপজেলা পুলিশ। উক্ত ঘরের নির্মান কাজের শেষ পর্যায়ে ১৮ জুন রোজ শনিবার দুপুর ১২টার সময় আইজিপি পদক প্রাপ্ত মোঃ হুমায়ুন কবির, অফিসার ইনচার্জ নাজিরপুর থানা তার সঙ্গীয় ফোর্স সহ পরিদর্শন করেন এবং ফলজ ও ভেষজ চাড়া রোপন করেন। এ সময় অফিসার ইনচার্জ এ প্রতিনিধিকে জানান, শিঘ্রই হাসিনাকে ঘরটি হস্তান্তর করা হবে, তবে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক সারা দেশে প্রতি উপজেলায় একটি করে ঘর ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় নাজিরপুরে ভাগ্যবান হাসিনার জন্য জায়গা ক্রয় করা হয় এবং বাড়ী নির্মানের কাজ শুরু হয়ে এখন শেষের পথে, শুধুমাত্র হস্তান্তরের অপেক্ষা।