বিজয়ের মাসের প্রথম দিনেই বাঘারপাড়ার বীর মুক্তিযোদ্ধারা আনন্দ শোভা যাত্রা করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর চার আসনে মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারির আওয়ামীলীগ দলীয় মনোনয়নের দাবিতে এ শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টায় শোভা যাত্রার আগে একটি র্যালি বের হয়। র্যালি দোহাকুলা বাজার থেকে উপজেলা মুক্তিযোদ্ধা অফিসের সামনে এসে শেষ হয়। এর পর চারটি সুসজ্জিত ছোট ট্রাকে করে শোভা যাত্রা শুরু করে। প্রথমেই বাঘারপাড়ার বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সাথে মত বিনিময় করে। দুপুরের পরে শোভা যাত্রার বহরটি পৌছায় অভয়নগরে। সেখানে অপেক্ষরত উপস্থিত মুক্তিযোদ্ধারা বাঘারপাড়ার মুক্তিযোদ্ধাদের স্বাগত জানান।
সকাল ১০ টায় শোভাযাত্রার উদ্বোধন করেন যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেপুডি কমান্ডার মুক্তিযোদ্ধা আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার মুক্তিযোদ্ধা নুর মোহাম্মাদ কুটি ও মুক্তিযোদ্ধা আবুল কাশেম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব মুক্তি যোদ্ধা সন্তোষ কুমার অধিকারি, বাঘারপাড়ার উপজেলা আওয়ামীলীগের সাবেক দুই সাধারণ সম্পাদক মুক্তি যোদ্ধা সদর উদ্দীন ও সোলাইমান হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল আজিজসহ আরো অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধা।