গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধের মহান বিজয়ের মাস উপলক্ষে যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের সাদিপুর মধ্যপাড়া কালি মন্দির ও খাজুরার চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে দুইশতাধিক মায়েদের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ফ্রি চিকিৎসা করেছেন। শুক্রবার ২ ডিসেম্বর দুপুর ২টায় সাদিপুর মধ্যপাড়া কালি মন্দিরে মারুফুজ্জামানের সঞ্চালনায় বাবু বিনয় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নিকুঞ্জ বিহারী গোলদার। পরবর্তীতে বিকাল ৫ টায় খাজুরার চন্ডিপুর স্কুল প্রাঙ্গণে তাবাসসুম ফাউন্ডেশনের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্পে গ্রামের অসহায় গরীব মহিলা রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে ডাক্তার নিকুঞ্জ বাবুর এমন মহতী সেবার প্রশংসা করেন। শেফালী অধিকারী, আমেনা খাতুন,ববিতা,জাহান ষাটোর্ধ রোগীরা বলেন এত বড় ডাক্তার বাবু আমাদের এখানে এসে বিনামূল্যে যে সেবা দিলেন ঔষধ দিলেন আমরা ডাক্তার বাবুর কাছে চির কৃতজ্ঞ। ডা.নিকুঞ্জ বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। আমি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে ২০১৬ সাল থেকে সপ্তাহে দু’দিন আমি ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হাজার হাজার দুঃস্থ অসহায়দের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে আসছি আমার বাকি জীবনটা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই আপনারা আমাকে আশির্বাদ করবেন আমি যেন আরো বেশি করে আপনাদের সেবা করতে পারি।