নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের মির্জারচর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাফর ইকবাল মানিক (৫২) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
ইউনিয়নের শান্তিপুর গ্রামে একটি সালিশে যাবার পথে দুর্বৃত্তরা মানিককে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় সঙ্গীরা তাকে গুরুতর আহত অবস্থায় নৌকাযোগে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মানিক টানা দুইবার মির্জারচর ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত চেয়ারম্যান ও একই ইউনিয়নের যুবলীগের সভাপতি। তিনি মির্জারচর গ্রামের আবদুল মোতালিব ফকিরের ছেলে।
গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) চেয়ারম্যান জাফর ইকবাল মানিক ও নৌকা প্রতীকে পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফারুকুল ইসলামের মধ্যে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শান্তিপুর গ্রামে সালিশ অনুষ্ঠিত হয়। কিন্তু ওইদিন কোনো সমাধান হয়নি। আজও সেই সালিশে যাচ্ছিলেন মানিক।এ দিকে নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, জাফর ইকবাল মানিককে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রয়েছে। রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত ঘোষ জানান, চেয়ারম্যান গুলিতে নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ এলাকায় মোতায়েন করা হয়েছে।