মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার ॥ গতকাল ০২ জানুয়ারি সোমবার যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে সদ্য প্রতিষ্ঠিত ‘সৈয়দ আঃ হাকিম কল্যাণ শিক্ষা ট্রাস্ট’ এর পক্ষে ১০জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও স্থানীয় দুইটি সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ জসিম উদ্দীন আন্তর্জাতিক ফুটবল একাডেমী (ফিফা) কর্তৃক সহকারী রেফারী মনোনীত হওয়ায় স্থানীয় সোনালী স্বপ্ন একাডেমীর পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।
এদিন বেলা ৪টায় প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মোঃ মশিয়ার রহমান মিনা’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ কামরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওয়াই ইউনিভার্সিটি, আমেরিকার প্রফেসর ড. সৈয়দ মুজিবর রহমান শাওন। প্রেমবাগ সোনালী স্বপ্নের আয়োজনে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. কাহানুর আলম শাহীন, খুলনা মেডিকেল কলেজের ফিজিক্যাল মেডিসিন কনসালটেন্ট ডাঃ আলাউদ্দিন শিকদার, আফছার মেহেরুন মডার্ণ কলেজিয়েট স্কুলের পরিচালক মোঃ মাহবুব হোসেন, অভয়নগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, সৈয়দ আঃ হাকিম কল্যাণ ট্রাস্টের উপদেষ্টা ও সাধারণ সম্পাদক যথাক্রমে এড. সৈয়দ মোকাররম হোসেন ও এড. সৈয়দ কবীর হোসেন জনী প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেমবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম (মান্নু), ৫নং ওয়ার্ড সদস্য শেখ তবিবুর রহমান প্রমুখ।
Leave a Reply