উৎসব মুখর পরিবেশ ও বর্ণাঢ্য আয়োজনে যশোরের বাঘারপাড়া বীর মুক্তিযোদ্ধা ও ছাত্র জনতার উপস্থিতিতে উপজেলায় ১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধা ও স্কুলের কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়ে হাজারো মানুষের উপস্থিতিতে এই দিবসটি পালন করা হয়েছে। সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলার সাবেক ডেপুটি কমান্ডার ইঞ্জিনিয়ার আবুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা একিন হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ^াস সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।
Leave a Reply