নড়াইল সদর থানা পুলিশের প্রচেষ্টায় ১ বছরের শিশুকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তার মা। পারিবারিক কলহের কারণে দীর্ঘদিন যাবৎ শিশুটি তার মায়ের আদর বঞ্চিত ছিল। তাইবুর রহমান নামের ঐ শিশু বাচ্চাটি নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মোঃ ওবায়দুলের ছেলে।
নিরুপায় মা কোন উপায় না পেয়ে পুলিশ সুপার মহোদয়ের শরণাপন্ন হয়। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই(নিঃ) জাহিদুল ইসলাম শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
আজ ২১ জানুয়ারি (শনিবার) দুপুরে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় কোমলমতি ওই শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
শিশু তাইবুরের মা তাহিয়া খাতুন বাকরুদ্ধ কণ্ঠে মানবিক এই সহযোগিতার জন্য নড়াইল জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Related
Leave a Reply