মিজানুর রহমান মিজান, স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়া উপজেলার ওয়াদীপুর আলিম মাদ্রাসা প্রতিষ্ঠার ২০ বছর পর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। এই উপলক্ষে ২৩ জানুয়ারি সকাল ১০ টায় মাদ্রাসা প্রঙ্গনে এক বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য শেখ মোঃ ছাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নওশের আলী, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দাস, মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা ইব্রাহিম খলিল, সাবেক সভাপতি ফেরদৌস হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক রোস্তম আলী, দাতা সদস্য আঃ গনি মোল্লা, সাবেক সদস্য ওমর আলী, সোহরাব হোসেন, জাকির হোসেন, অভিভাবক সদস্য আমের আলী বিশ্বাস, প্রভাষক মিজানুর রহমান, মাষ্টার হাসান আলী, মাষ্টার লিয়াকত আলী, মাষ্টার হযরত আলী, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রহমানসহ মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবক সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক নুরনবী। অনুষ্ঠানে সভাপতি শেখ ছাদেকুর রহমান মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক কর্মচারীদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
Related
Leave a Reply