গতকাল থেকে বাঘারপাড়ায় তিন দিন ব্যাপি কৃষি মেলা শুরু হয়েছে। বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এদিন সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেলায় ২৫ টি স্টলে অরগ্যানিক পদ্ধতিতে উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি¦র প্রদর্শন করা হয়েছে। উদ্ধোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা কৃষি অফিসার রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া সহকারি কমিশনার (ভুমি) তামান্না ফেরদৌসি, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ^াস প্রমুখ।
Leave a Reply