ওসমানিনগর প্রতিনিধি : বালাগঞ্জের বোয়ালজুরে বাদে হস্তিদুর গ্রামের গাজী বাড়ী মাহিন নারর্সারি তে দুর্বৃত্তদের আক্রমণে প্রায় অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে,
যানাযায় বাদে হস্তিদুরের মাহিন নারর্সারি মালিক দিন মজুর আ:গফুর ১০বৎসর যাবত নার্সারি গাছের চারার ব্যাবসা করে আসতেছেন,কিন্তু শুরুর দিকে একটি ধাক্ষায় পিছুমোড়া দিলেও সামনে আগাতে বেশিদিন লাগেনি,
২০১৪সালের শেষের দিকে দুর্বৃত্তরা প্রায় অর্ধলক্ষাধিক টাকার গাছের চারা কেটে ক্ষতি করে সেইসময় তিনি স্থানিয় বালাগঞ্জ থানায় জিডি করেন,ও বিস্তারিত ঘঠনা সিলেটের স্থানিয় দৈনিকে আসে এলাকায় তুলপাড় সৃষ্টি হয়,
দুর্বৃত্তরা আর কোন ঝামেলা করেনাই,
কিন্তু সেই ক্ষতিপূরণ করার আগেই আবারো রাতের আধারে কে বা কারা তার নার্সারি গাছের চারা কেটে ও পানি সেচের পাম্প চুরি করে প্রায় ৫০হাজার টাকার ক্ষতি করে।
এতে মানসিকভাবে ভেঙে পড়েন নার্সারি মালিক আ:গফুর,
এব্যাপারে আ:গফুরের কাছে জানতে চাইলে কান্নাজড়িত কন্ঠে বলেন, আমি ব্যাংক থেকে লোন তুলে চারা, বিজ কিনে নার্সারি ব্যাবসা শুরু কিন্তু বারবার কে বা কারা আমার শেষ সম্বল মাহিন নারর্সারি সাফল্য দেখে হিংসাপরায়ন হয়ে আমার নার্সারির গাছের চারা নষ্ট করে ও যন্ত্রপাতি চুরি করে আমার ক্ষতি করার চেষ্টা করতেছে,আমি এর সুরাহা চাই।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দাখিল করেননি।